- খেলা
- পাকিস্তানে ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি
পাকিস্তানে ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

আর্থিক সংকটে থাকা পাকিস্তানে গত মার্চে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৩৫.৩৭ শতাংশে, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।
পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) শনিবার এই তথ্য প্রকাশ করে। খবর ডনের।
বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব করপোরেশনের তথ্যানুসারে, ১৯৬৫ সালের জুলাইয়ের পর এই বৃদ্ধি সর্বোচ্চ। এর আগে গত বছরের মার্চ মাসে দেশটিতে মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয়েছিল ১২.৭২ শতাংশ। এক বছরের ব্যবধানে সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন গুণ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, শহর ও গ্রামীণ এলাকায় দাম যথাক্রমে ৩২.৯৭ শতাংশ এবং ৩৮.৮৮ শতাংশ বেড়ে গেছে। গত বছরের জুন থেকে বার্ষিক মূল্যস্ফীতি ২০ শতাংশের ওপরে ছিল দেশটিতে। ফলে গত কয়েক মাস ধরেই দেশটির জনগণকে যে কোনো পণ্য ক্রয়ে গুনতে হয়েছে বাড়তি টাকা।
এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ কেন্দ্রীয় ব্যাংকের নানা নীতিগত সিদ্ধান্তের কারণে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলে গত শুক্রবার আভাস দিয়েছ দেশটির অর্থ মন্ত্রণালয়।
মন্তব্য করুন