নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে চলতি বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে শ্রীলঙ্কা। তবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক কিউইদের বিপক্ষে সুপার ওভার রোমাঞ্চে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। 

অকল্যান্ডে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১৯৬ রান তোলে। ওপেনার পাথুন নিশাঙ্কা গোল্ডেন ডাক মারলেও কুশল মেন্ডিস ৯ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনে নামা কুশল পেরেরা খেলেন ৪৫ বলে ৫৩ রানের ইনিংস। চারটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। 

এছাড়া চারিথা আশালঙ্কা ৪১ বলে দলের পক্ষে ৬৭ রান করেন। ছয়টি ছক্কা ও দুটি চার আসে এই মিডল অর্ডার ব্যাটারের ব্যাট থেকে। ওয়ানিন্দু হাসারঙ্গা ১১ বলে দুই ছক্কায় ২১ রান করেন। 

জবাব দিতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ঠিক ১৯৬ রানে থামে। দলটির হয়ে টম ল্যাথাম ১৬ বলে ২৭ এবং ডার্লি মিশেল ৪৪ বলে পাঁচ চার ও তিনটি ছক্কার শটে ৬৬ রান করেন। মার্ক চাপম্যান ২৩ বলে ৩৩, রাচিন রবিন্দ্র ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে। 

জয়ের জন্য শেষ তিন ওভারে ৪১ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। ১৮তম ওভারে তারা ১৮ রান তুলে নেয়। পরের ওভারে ১০ রান নেওয়ায় শেষ ওভারে জয়ের জন্য কিউইদের দরকার ছিল ১৩ রান। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ টাই করে স্বাগতিকরা। 

এরপর সুপার ওভারে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে মাত্র ৮ রান তোলে। যা তুলতে বেগ পেতে হয়নি লঙ্কানদের। প্রথম বলে সিঙ্গেল নেন মেন্ডিস। দ্বিতীয় বলে আশালঙ্কা ছক্কা মারেন। এডাম মিলানারের করা তৃতীয় বলটি নো হয়। ওই বলে চার মেরে জয় তুলে নেন আশালঙ্কা।