চেন্নাই সুপার কিংস ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়ের ছক্কা ফেরাতে লম্বা লাফ দিয়েছিলেন গুজরাট টাইটান্সের ব্যাটার কেন উইলিয়ামসন। বল হাতে বাধালেও ছক্কা বাঁচাতে পারেননি তিনি। বরং আইপিএলের উদ্বোধনী ম্যাচেই হাঁটুর ইনজুরি নিয়ে সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। 

ওই ইনজুরিতে চলতি আসরের আইপিএলের পুরোটা শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার উইলিয়ামসনের। রোববার গুজরাট ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতি দিয়ে টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোনাল্কি বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতেই কেনকে এভাবে হারানো আমাদের জন্য খুব হতাশার। ইনজুরি থেকে আমরা তার দ্রুত উন্নতি প্রত্যাশা করছি। দ্রুতই তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করছি।’ 

চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে হাঁটুর ওই ইনজুরিতে পড়েন কেন উইলিয়ামসন। এরপর গুজরাটের ফিজিও এবং দলটির অজি ব্যাটার ম্যাথু ওয়েডের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। তার ইনজুরি কতটা গুরুতর তা নিশ্চিত করা হয়নি। তবে ইনজুরির মাত্রা গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

কেন উইলিয়ামসন গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন। ফ্র্যাঞ্জাইজিটির নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে চলতি মৌসুমের জন্য সাবেক কিউই অধিনায়ককে ২ কোটি রুপি দিয়ে দলে ভেড়ায় গুজরাট টাইনান্স। আইপিএলে প্রথমবার এসেই শিরোপা জয়ী দলটির জন্য কেনের ইনজুরি বড় ধাক্কা।