- খেলা
- কিমকে কেনার লড়াইয়ে পিএসজি ও লিভারপুল
কিমকে কেনার লড়াইয়ে পিএসজি ও লিভারপুল

নাপোলির দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন জে। ছবি: ফাইল
চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলছে ইতালির ক্লাব নাপোলি। লিগ শিরোপার দৌড়ে তাদের প্রতিদ্বন্দ্বী নেই। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে। ক্লাবটির দুর্দান্ত ওই ফুটবলের পেছনে আছেন ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন, খভিচা কাভারাটস্থেলিয়া ও ডিফেন্ডার কিম মিন জে’র মতো ফুটবলার।
তরুণ ওই ফুটবলারদের ওপর ইউরোপের ধনী ক্লাবগুলো চোখ রাখছে। দক্ষিণ কোরিয়ার ২৬ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার কিম মিন জে’ তেমনই একজন। তাকে দলে নেওয়ার লড়াইয়ে নেমেছে প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুল এবং ফ্রান্স লিগের প্রভাবশীল দল পিএসজি।
সংবাদ মাধ্যম ফুটমারকেতো দাবি করেছে, দক্ষিণ কোরিয়ান এই ডিফেন্ডার নাপোলি ছাড়তে মরিয়া নন। পরিকল্পনার বিষয়ে স্থির মস্তিষ্কের তিনি। তবে লিভারপুল তাকে ঠিকঠাক প্রস্তাব দিলে তিনি দলবদলের বিষয়ে ভাবতে রাজি। সেক্ষেত্রে তাকে নিয়মিত খেলানোর নিশ্চয়তা দিতে হবে।
নাপোলির সঙ্গে জে’র চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু রিলিজ ক্লজ কিছুটা কম হওয়ায় ইতালির ক্লাবটি তার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করে রিলিজ ক্লজ ৯০ মিলিয়ন ইউরো করতে চায়। ট্রান্সফার মার্কেট অনুযায়ী, তার বর্তমান বাজারমূল্য ৫০ মিলিয়ন ইউরো।
চলতি মৌসুমে লিভারপুল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে। এখন লড়াইয়ে মৌসুমে সেরা চারে শেষ করার। ক্লাবটির কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন, আগামী মৌসুম নিয়ে এরই মধ্যে ভাবনা শুরু করে দিয়েছেন তারা। কিম জে’ ভাবনায় থাকা তেমনই একজন।
রেডসদের সেন্ট্রাল ডিফেন্স সামলাতে নেদারল্যান্ডসের ফন ডাইক ও ফ্রান্সের ইব্রাহিম কোনাতে আছেন। তাদের একজন ইনজুরিতে পড়লেই আলগা হয়ে যায় দলটির রক্ষণ। সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, পছন্দের তালিকায় থাকলেও লিভারপুল কিম মিন জে’র জন্য ৯০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি নয়।
মন্তব্য করুন