- খেলা
- এনামুলের সেঞ্চুরিতে জয় আবাহনীর
এনামুলের সেঞ্চুরিতে জয় আবাহনীর

ছবি: বিসিবির ফেসবুক থেকে নেওয়া
সেঞ্চুরি দিয়ে ডিপিএলের চলতি মৌসুম শুরু করেছিলেন গত আসরে রেকর্ড রান করা এনামুল হক বিজয়। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আসরের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন তিনি। তার ম্যাচ সেরা পারফরম্যান্সে ঢাকা লিওপার্ডের বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছ অবাহনী লিমিটেড।
রোববার সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে শুরুতে ব্যাট করতে নেমে ১৪৮ রানের ওপেনিং জুটি পায় আবাহনী। নাঈম শেখ ধীরে ব্যাটিং করে ৫৪ রান করে ফিরে যান। ৮৫ বলের মুখোমুখি হয়ে তিনটি চার ও দুই ছক্কায় ওই রান করেন তিনি। এছাড়া আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সেট হয়ে ২১ রান করে তুলে ফিরে যান।
অন্য প্রান্ত দিয়ে এনামুল হক বিজয় খেলে যান। তিনি ১০৭ রানের হার না মানা ইনিংস খেলেন। ১২৪ বলের মুখোমুখি হয়ে সাতটি চারের সঙ্গে ছক্কা মারেন চারটি।
জবাবে সাত বল থাকতে ২১২ রানে অলআউট হয় ঢাকা লিওপার্ডস। দলটির হয়ে ওপেনার পিনাক ঘোষ ৬৮ রানের ইনিংস খেলেন। আবাহনীর হয়ে তরুণ পেসার রিপন মন্ডল ও স্পিনার রাকিবুল হাসান তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম।
মন্তব্য করুন