পিএসজির সঙ্গে চুক্তির আলোচনা ঝুলে আছে লিওনেল মেসির। আগামী জুনে তার সঙ্গে প্যারিসের দলটির চুক্তি শেষ হয়ে যাবে।  

পিএসজির সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার মেসি চুক্তি নবায়ন করবেন নাকি বার্সেলোনায় ফিরবেন তিনি? নাকি চলে যাবেন সৌদি প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। এসব নিয়ে চলছে নানা গুঞ্জন। 

তবে আর্জেন্টিনার সাংবাদিক আর্তুরো বুলিয়ান দিয়েছেন চকমপ্রদ তথ্য। তার মতে, মেসি এখনই সৌদি আরবের প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের এমএলএসে যাচ্ছেন না। ওই লিগ মেসির থেকে এখনও বহুদূরে। 

তিনি বলেছেন, ‘এটা (এমএলএসে যাওয়ার অপশন) বহুদূর, অনেক দূরের আলাপ। ২০২৪ সালের কোপা আমেরিকা আসছে। মেসি নিজের জন্য এটাকে নতুন চ্যালেঞ্জ মনে করছেন। সুতরাং সৌদি ও যুক্তরাষ্ট্রের লিগ অনেক দূরের ভাবনা।’ 

শোনা যাচ্ছে, মৌসুম শেষে মেসি আবার ঘর অর্থাৎ ক্যাম্প ন্যুতে ফিরবেন। বার্সার কোচ জাভি হার্নান্দেজ বলে আসছেন, মেসির জন্য তাদের দরজা খোলা। বার্সার প্রেসিডেন্টও একই কথা বলেছেন।

মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে অল্প-স্বল্প কথা হয়েছে বলে দাবি করেছেন, বার্সার এক কর্মকর্তা। কিন্তু সংবাদ মাধ্যমের মতে, মেসিকে বার্সা এখনও আনুষ্ঠানিক কোন প্রস্তাব পাঠায়নি।