- খেলা
- তিন বছর পর বাংলায় আইপিএল, সেজেছে ইডেন
তিন বছর পর বাংলায় আইপিএল, সেজেছে ইডেন

সাকিবদের পোস্টারে সাজানো হয়েছে ইডেন গাডেনস। ছবি: সমকাল
করোনার কারণে গত তিন মৌসুম হোম এন্ড অ্যাওয়ে ভিত্তি আইপিএল আয়োজন সম্ভব হয়নি। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ঘরের মাঠ ইডেন গার্ডেনসে খেলতে পারেনি ম্যাচ। এবার আইপিএল ফিরছে বাংলায়।
আগামী ৬ এপ্রিল ইডেনে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে কেকেআর। অ্যাওয়ে ম্যাচ দিয়ে আসর শুরু করে হেরেছে নিতিশ রানার দল। নিজ দর্শকদের সামনে ঘুরে দাঁড়াতে চায় দলটি। ম্যাচ টিকিটের দাম এবার একটু বাড়লেও চাহিদা তুঙ্গে। ক্রিকেটের এই ‘নন্দনকানন’ সাজিয়েও তোলা হয়েছে।
ইডেনের ভেতরে নতুন সাজ এসেছে। প্রথম ম্যাচে থাকবে ড্রোন শো। এবছর টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৭৫০ রুপি। এক হাজার, দেড় হাজার, আড়াই হাজার, পাঁচ হাজার, সাড়ে সাত হাজার ও আট হাজারের টিকিট রয়েছে। তবে কর্পোরেট বক্সের টিকিটের মূল্য ১৯ ও ২৬ হাজার রুপি। অধিকাংশ টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে।

কলকাতার ভক্তরা জানিয়েছেন, দলের ঘরের ফেরার ম্যাচে তারা বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসকে মিস করবেন। কেকেআর ভক্ত দেবায়ন চন্দ্র জানান, লিটন কলকাতায় প্রথম হলেও সাকিব পরীক্ষিত। টাইগার অলরাউন্ডারকে বাংলার জন্য ভালোভাবে খেলার অনুরোধ জানান তিনি।
কেকেআর ভক্ত আদিত্য সরানের মতে, টিম হিসেবে কেকেআর দুর্দান্ত। তবে ভক্তরা যাদের খেলা দেখতে চায় ওই জায়গা তরুণদের দখলে। নিতিশ রানার জায়গায় সাকিব অধিনায়ক হলে ভালো হতে বলে জানান তিনি। যদিও সাকিবের এবারের আইপিএল খেলা নিয়েই আছে অনিশ্চয়তা।
মন্তব্য করুন