মিরপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। ঢাকা টেস্টের প্রথমদিন তাইজুল ইসলাম ওই চেনা মাঠে পাঁচ উইকেট নিয়েছেন। মেহেদি মিরাজ নিয়েছেন দুই উইকেট। ওদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ে এসেছিলেন ৬৬তম ওভারে। যদিও শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। শেষ দিকে মাত্র তিন ওভার হাত ঘুরিয়েছেন।

তাইজুল-মিরাজ উইকেট পেলেও সাকিব কেন শুরু থেকে বোলিং করেননি এই প্রশ্ন উঠেছে। জবাবে সহজ উত্তর দিয়েছেন তাইজুল ইসলাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, 'সাকিব ভাইয়ের বল না করার পেছনে কোন কারণ নেই। আমাদের (আয়ারল্যান্ড) সমস্যায় ফেলতে পারলে হয়তো বোলিংয়ে আসতো। অধিনায়ক দলের ভালো চাইবেন। মাঠে কখন কী করা দরকার তা শেয়ার করছিলেন। আমাদের ওপর আত্মবিশ্বাস ছিল বলেই আমাদের দিয়ে বোলিং করিয়েছেন।' প্রতিপক্ষ বিপদে ফেললে হয়তো বোলিং করতেন সাকিব। 

তারপরেও টেস্ট ম্যাচে সাকিবের মাত্র ৩ ওভার বোলিং করাটা নিয়ে কৌতূহল থাকছেই। সেই কৌতূহলের কিছুটা মেটালেন আজ বাংলাদেশের শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। টেস্টের দ্বিতীয় দিন টেলিভিশন সম্প্রচারকদের সঙ্গে আলাপে হেরাথ বলেছেন, ৬৬তম ওভারে বোলিং করতে আসাটা সাকিবের সচেতন সিদ্ধান্ত, 'তাইজুল আর মিরাজ ভালো বোলিং করছিল। সাকিব আসলে ওদের দুজনের ছন্দে কোনো ব্যাঘাত ঘটাতে চাননি। সে কারণে ওদেরকে (তাইজুল ও মিরাজ) দিয়ে বোলিং করিয়েছেন।'

এদিকে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে সাকিবকে বেশ আগেই নেমে যেতে হয়েছে। দিনের তৃতীয় ওভারেই মুমিনুলকে হারিয়ে মুশফিকের সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান। দুজনের আগ্রাসী ব্যাটে প্রথম সেশনটাও দাপট দেখিয়েছে স্বাগতিকরা।