লিগ ম্যাচে ব্রেনফোর্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয় কষ্টের হলেও ম্যাচে নিয়ন্ত্রণ ছিল রেড ডেভিলসদের। 

বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ২৭ মিনিটে গোল করেন ম্যানইউ-এর ইংলিশ স্ট্রাইকার মার্কোস রাশফোর্ড। তাকে গোল করান বায়ার্ন থেকে ধারে প্রিমিয়ার লিগে আসা সাবিটেজ। 

ওই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ৬৫ শতাংশ বলের দখল রেখে প্রতিপক্ষের গোলে চারটি শট নেওয়া ম্যানইউ। বিপরীতে ব্রেনফোর্ড নিতে পেরেছে মাত্র একটি শট। এছাড়া এরিক টেন হ্যাগের দলের আটটি আক্রমণ ব্যর্থ হয়েছে। 

এই জয়ে লিগ টেবিলে সেরা চারে উঠেছে ম্যানইউ। সমান ম্যাচ খেলে নিউক্যাসল ইউনাইটেডের সমান ৫৩ পয়েন্ট তাদের। তবে গোল ব্যবধানে বেশ পিছিয়ে। পাঁচে থাকা টটেনহ্যাম এক ম্যাচ বেশি খেলেও তিন পয়েন্টে পিছিয়ে আছে।