- খেলা
- ল্যাম্পার্ডকেই দায়িত্ব দিল চেলসি
ল্যাম্পার্ডকেই দায়িত্ব দিল চেলসি

চেলসির দায়িত্ব নিচ্ছেন ল্যাম্পার্ড। ছবি: সংগৃহিত
চেলসির কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। গ্রাহাম পটারের জায়গায় দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের কিংবদন্তি এই ফুটবলার।
তার সঙ্গে ব্লুজরা চলতি মৌসুমের জুন পর্যন্ত চুক্তি করেছে। অর্থাৎ নতুন মৌসুমের আগ পর্যন্ত অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এই দুই মাসে চেলসি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে নতুন কোচ নিয়োগ দিতে চায়। দলটির কোচ হওয়ার লড়াইয়ে আছেন বায়ার্ন মিউনিখ থেকে চাকরি হারানো হুলিয়ান নাগেলসম্যান, স্পেন জাতীয় দলের চাকরি হারানো লুইস এনরিকে, টটেনহ্যাম থেকে চাকরি হারানো অ্যান্তোনিও কন্তে এবং সাবেক টটেনহ্যাম ও পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
এর আগে ২০১৯ সালে চেলসির দায়িত্ব নিয়েছিলেন ল্যাম্পার্ড। কিন্তু ব্লুজদের ডাগ আউটে দুই মৌসুম পার করতে পারেননি তিনি। লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে বাজে খেলছিল তার দল। ওই দলের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন টমাস টুখেল।
মন্তব্য করুন