আইপিএলের চলমান আসর থেকে নিজেকে সরিয়ে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সরে দাঁড়ানোয় তার বদলি হিসেবে ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। 

এদিকে সাকিব সরে দাঁড়ালেও প্রথমবারের মত আইপিএলের খেলার সুযোগ হারাতে চান না লিটন। জাতীয় দলের সিরিজ শেষ হওয়ায় শিগগিরই তিনি কলকাতায় উড়াল দেওয়ার কথা রয়েছে। তবে তার আগেই কেকেআরে যোগ গিয়েছেন সাকিবের বদলি ইংলিশ ব্যাটার জেসন রয়।

ফ্র্যাঞ্জাইজিটির অফিসিয়াল ফেসবুকে তার যোগদানের খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে তাকে অভ্যর্থনা জানিয়ে লেখা হয়, 'আমরা খুব ভালো করেই জানি যে তুমি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলে। স্বাগতম, রয় দা!'

জেসনকে নেওয়ার পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে। জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন। তাই ছন্দে থাকা ক্রিকেটারের দিকেই হাত বাড়িয়েছে কেকেআর। এদিকে, আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং লিটনের মতো ‍ওপেনার থাকা সত্ত্বেও রয়কে নেওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা লিটনের সুযোগ পাওয়া নিয়ে। সে প্রেক্ষিতে লিটনের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে!