- খেলা
- এভারটনকে হারিয়ে তিনে ইউনাইটেড
এভারটনকে হারিয়ে তিনে ইউনাইটেড

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর টানা দ্বিতীয় জয় পেল এরিক টেন হাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জেতে ইউনাইটেড। এ জয়ের ফলে তারা উঠে গেল লিগ টেবিলের তিন নম্বরে।
জয়ের হাসির দিনে ইউনাইটেড কোচ টেন হাগের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলতে পারে মার্কাস র্যাশফোর্ডের চোট শঙ্কা। মিনিট দশেক বাকি থাকতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ ফরোয়ার্ড।
এই জয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান সংহত করল ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে তারা। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এভারটন।
মন্তব্য করুন