- খেলা
- ওয়ানডে ফরম্যাটে দ্রুততম শত উইকেট লামিচানের
ওয়ানডে ফরম্যাটে দ্রুততম শত উইকেট লামিচানের

ওয়ানডে ক্রিকেটে একশ’ উইকেট নিয়েছেন সন্দীপ লামিচানে। ছবি: ক্রিকইনফো
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেটের নেওয়ার কীর্তি গড়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। ওমানের বিপক্ষে গত বৃহস্পতিবার ৭ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি।
লামিচানে রেকর্ড গড়ার পথে ভেঙেছেন আরেক লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড। ৪২ ম্যাচে উইকেটের সেঞ্চুরি ছুঁয়েছেন নেপালের সুপারস্টার ২২ বছর বয়সী লামিচানে।
রশিদ খান শততম ওয়ানডে উইকেট নিতে খেলেছিলেন ৪৪ ম্যাচ। তাদের পরে আছেন অস্ট্রেলিয়ার পেসার মিশেল স্টার্ক। তিনি ৫২ ওয়ানডে খেলে একশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন।
ওয়ানডে ক্যারিয়ারে লামিচানের সেরা বোলিং ফিগার ১১ রানে ৬ উইকেট। ৪২ ওয়ানডের ক্যারিয়ারে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দুই ম্যাচে কোন উইকেট পাননি এই লেগ স্পিনার।
মন্তব্য করুন