আট ম্যাচে ছয়টি ওপেনিং জুটি খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মানদীপ সিং-গুরবাজের জুটি ১৩, গুরবাজ-ভেঙ্কেটেশের জুটি ২৬, গুরবাজ-জগদিসের জুটি ২০, রয়-জগদিসের জুটি ৮৬, রয়-লিটনের জুটি ১৫, জগদিস-নারিনের জুটি ১ রান তুলেছিল।  

আগের একটা ম্যাচের মতো বুধবার আসরের অষ্টম ম্যাচে এসে জেসন রয় ও জগদিসের জুটি ক্লিক করেছে। তারা ওপেনিং জুটিতে ৮৩ রান যোগ করেন। তাদের ব্যাটে ভর করে ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতা ৫ উইকেটে ২০০ রান তুলেছে। 

কেকেআরের ভালো ওপেনিং জুটিতে জগদিসের অবদান সামান্য। তিনি অ্যাংকরিং রোল প্লে করে ২৯ বলে চারটি চারে ২৭ রান তোলেন। জেসন রয়ের ব্যাট থেকে আসে ২৯ বলে ৫৬ রানের ইনিংস। তিনি চারটি চার ও পাঁচটি ছক্কা মারেন। 

এরপর তিনে নেমে ভেঙ্কাটেশ আয়ার খেলেন ২৬ বলে ৩১ রানের ইনিংস। তিনটি চার মারেন এই ব্যাটার। অধিনায়ক নিতিশ রানা ২১ বলে ৪৮ রান যোগ করেন। তিনটি চার ও চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। পরে রিংকু সিং ১০ বলে ১৮ ও ডেভিড ভিসা ৩ বলে ১০ রান করলে দুইশ’ রান হয় কেকেআরের।