- খেলা
- রোনালদোর আচরণে মন খারাপ আল ওয়েহদা ফুটবলারের
রোনালদোর আচরণে মন খারাপ আল ওয়েহদা ফুটবলারের

আল নাসরের জার্সিতে রোনালদো। ছবি: ফাইল
সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর নেতিবাচক কারণেই বেশি খবরের শিরোনাম হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করতে না পেরে ক্ষোভ ঝেড়েছেন তিনি, সতীর্থদের সঙ্গে রাগারাগি করেছেন। তার সঙ্গে ঝামেলার জেরে কোচ চাকরি হারিয়েছেন।
‘রেসলিং স্টাইলে’ ফাউল করে, অশোভন ইঙ্গিত করে সমালোচনার শিকার হয়েছেন সাবেক রিয়াল তারকা। এবার প্রতিপক্ষের ফুটবলার সৌজন্য বিনিময়ে আন্তরিক না হওয়ায় সিআরসেভেনকে সমালোচনা করেছেন।
সৌদি আরব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আল ওয়েহদার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে আল নাসর। ওই ম্যাচে গোল করেন ওয়েহদার ফ্রান্স ফরোয়ার্ড ডেভিড বেইগুয়েল। ম্যাচের পর তিনিই রোনালদোর কাছে জার্সি চান। কিন্তু পর্তুগিজ তারকা তার দিকে চোখ তুলেও তাকায়নি।
এল ইকুইপেকে ডেভিড বেইগুয়েল বলেছেন, “আমি কিছুটা হতাশ। ম্যাচ শেষে আমি তাকে বলেছিলাম, ‘আপনার বড় ভক্ত আমি’। এরপর তার কাছে জার্সি চেয়েছিলাম। তিনি আমার দিকে না তাকিয়ে খুব গম্ভীরভাবে হাত মেলান। আমি তার হতাশার কারণ বুঝি, কিন্তু তার আচরণ আমাকে বিস্মিত করেছে। মাঠেও তিনি সতীর্থদের সঙ্গে চিৎকার করছিলেন।’
এতো কিছুর পরও রোনালদোর সৌদি লিগে খেলার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন আল ওয়েহদার ফুটবলার বেইগুয়েল, ‘আর্থিক বিষয় ছাড়াও আমি মনে করি এটা সৌদি ফুটবলের জন্য ভালো। সৌদিরা ফুটবল নিয়ে বেশ আবেগি। তার মতো খেলোয়াড়ের এখানে আসা মানে এখানকার ফুটবল এগিয়ে যাবে।’
মন্তব্য করুন