‘জর্জিনা রদ্রিগেজের ওপর থেকে মন উঠে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তারা বিচ্ছেদের কথা ভাবছেন।’ এক টিকটকারের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম এমনই এক খবর দিয়েছিল। 

ইন্টারনেটের যুগে ওই খবর ঝড়ের চেয়ে কয়েক গুন গতিতে এদেশ থেকে ওদেশে ছড়িয়েছে। রোনালদোর সন্তানের মা জর্জিনার কানে যেতেও সময় লাগেনি। 

গুঞ্জন কিংবা গুজবের সেরা ওষুধ হলো যথাযথ জবাব। আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনাও কড়া ভাষায় জবাব দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, যারা তাদের সম্পর্ক নিয়ে ঈর্ষা করেন কেবল তারাই এমন খবর ছড়িয়েছে। 

তিনি বলেছেন, ‘ঈর্ষান্বিত কেউ একজন এই গুজব আবিষ্কার করেছে, গালগল্পবাজ কেউ এটা ছড়িয়ে দিয়েছে আর নির্বোধ লোকজন এটা বিশ্বাস করেছে।’ 

রোনালদোর সঙ্গে সম্পর্ক নিয়ে জর্জিনা বেশ ‘গালকাটা’ স্বভাবের। এর আগে এক ডকুমেন্টারিতে রোনালদোর সঙ্গে তার বিয়ের অনিশ্চয়তা নিয়ে কথা বলেছিলেন তিনি। এবারও গুঞ্জন নিয়ে নিজস্ব উপায়ে জবাব দিয়েছেন তিনি। 

ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচ সন্তানের বাবা।  এর মধ্যে দুইবার সারোগেসির মাধ্যমে তিন সন্তানের বাবা হয়েছেন তিনি। অন্য দুটি সন্তানের মা ২৯ বছর বয়সী জর্জিনা রদ্রিগেজ। সর্বশেষ জর্জিনা জমজ সন্তান জন্ম দিয়েছিলেন। কিন্তু একটি সন্তান জন্মের পরই মারা গিয়েছিল। ২০১৭ সাল থেকে তারা প্রেম করছেন এবং একসঙ্গে থাকছেন।