প্রথম ইনিংসে ৪৯২ রান সংগ্রহ করেও হার এড়াতে পারেনি আয়ারল্যান্ড। শুধু তাই নয়, হারতে হয়েছে ইনিংস ও ১০ রানের ব্যবধানে। যদিও হ্যারি টেক্টরের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে টার্গেট দেওয়ার খুব কাছে ছিল সফরকারীরা। কিন্তু চা বিরতির আগেই আসিথা ফার্নান্দোর জোড়া আঘাতে ২০২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে শততম টেস্ট জেতে শ্রীলঙ্কা।

পল স্টার্লিং ও কুর্টিস ক্যাম্ফারের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯২ রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে টপ অর্ডারের চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট হারিয়ে ৭০৪ রান তুলে ইনিংস ঘোষণা দিয়েছিল শ্রীলঙ্কা। লিড নিয়েছিল ২১২ রানের।

২১২ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে। আবারও ইনিংস হার এড়াতে শেষ দিনে তুলতে হতো আরও ১৫৮ রান। তবে ডানহাতি অফস্পিনার রমেশ মেন্ডিসের ঘূর্ণির কবলে পড়ে ১৬১ রানেই চলে যায় আট উইকেট। হ্যারি টেক্টর ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। চা বিরতির আগেই সমাপ্তি ঘটে খেলার। ৮ চার ও ৩ ছক্কায় ৮৫ রান করেন টেক্টর। এছাড়া অধিনায়ক অ্যান্ডি বালবার্নির ব্যাট থেকে আসে ৪৬ রান। লঙ্কানদের হয়ে পাঁচটি উইকেট নেন রমেশ, তিনটি আসিথা ফার্নান্দোর।

এছাড়া দুই উইকেট নিয়ে অনন্য মাইলফলক অর্জন করেন প্রভাত জয়সুরিয়া। স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুততম (৭ ম্যাচে) ৫০ উইকেট শিকারের রেকর্ডটি এখন তার দখলে। ভেঙেছেন আলফ ভ্যালেন্টাইনের গড়া ৭১ বছরের পুরোনো রেকর্ড। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ায় ম্যাচ-সেরার পুরস্কারটা তার হাতেই উঠে।

প্রথম ইনিংসে এতো রান করার পর ইনিংস ব্যবধানে হারেনি কোনো দল। লজ্জার এই রেকর্ডটি এতোদিন ইংল্যান্ডের দখলে। ২০১৬ সালে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৪৭৭ রান করেও ইনিংস ব্যবধানে হারে তারা।