একদিন আগেই সৌদি আরবের সৌন্দর্যের প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছিলেন লিওনেল মেসি। এবার সেই সৌন্দর্য উপভোগ করতে মরুর দেশটিতে চলেও গেলেন সপরিবারে। হঠাৎ করে আর্জেন্টাইন সুপারস্টারের সৌদিতে যাওয়ার খবর শুনে ভক্তরা নড়েচড়ে বসতে পারেন। তবে কি সৌদির আল হিলাল ক্লাবের লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে প্রো লীগে যোগ দিচ্ছেন মেসি?

না, আসলে বিষয়টা তেমন না। সৌদির কোনো ক্লাবে যোগ দিতে দেশটিতে যাননি মেসি। আর্জেন্টাইন জাদুকর আগে থেকেই সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছা দূত। সেই চুক্তির অংশ হিসেবেই মেসি এই মরুর দেশে পা রেখেছেন পুরো পরিবার নিয়ে।

আর্জেন্টাইন অধিনায়কের সৌদি সফরের বিষয়টি জানিয়েছেন সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব। তিনি লিখেছেন, 'সৌদির পর্যটক দূত মেসি ও তার পরিবারকে আমন্ত্রণ জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত। এখানে এটা তার দ্বিতীয় অবকাশ যাপন। তাদের সৌদির মতো করে আতিথ্য জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত।'

পরে টুইটারে মেসির পরিবারের ছবিও পোস্ট করেছেন এই মন্ত্রী। একটি ছবিতে দেখা যায়, এক আরব্যের সঙ্গে খেজুর বাগানে মাদুর পেতে বসে আছেন মেসি। সঙ্গে তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো এবং বড় দুই পুত্র- থিয়াগো এবং মাতেও। আরেক ছবিতে দেখা যায় তৃতীয় পুত্র সিরোকে নিয়ে ক্যারাম খেলছেন মেসি।

ইতোমধ্যে খবর ছড়িয়েছে যে, পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। এছাড়া সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও মেসিকে দলে টানার চেষ্টা করছে। এই যখন অবস্থা তখন মেসির সৌদি সফর নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই।