বাংলাদেশ নারী ক্রিকেট দল ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আজ কলম্বোর পি সারা ওভালে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই ম্যাচটিও ভেসে গেল বৃষ্টিতে। ফলে উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পায় দুই দল।

কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে তারা ১৫২ রান করার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। এরপর বৃষ্টির কারণে ম্যাচ পুনরায় শুরু হয়নি। আজ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচের আগে থেকেই ছিলো বৃষ্টি। টসও করা যায়নি বৃষ্টির কারণে। শেষমেশ পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় ওয়ানডেও। 

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। আগামী ৪ মে একই ভেন্যুতে মাঠে গড়ানোর কথা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সেটিই এখন সিরিজ নির্ধারণী ম্যাচ হবে। ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে টেবিলের সপ্তম স্থানে লাল-সবুজ শিবিরের নারী প্রতিনিধিরা।

ওয়ানডে সিরিজ শেষে ৯ মে থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।