অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।

শুধু তাই নয়, ক্লাবের 'অবাধ্য' হওয়ায় মেসির সঙ্গে নতুন সম্পর্কেও জড়াচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী জুনের পর ফ্রি এজেন্ট হতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফরাসি গণমাধ্যম লে'কিপ এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর।

লে'কিপ জানায়, ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি না করার ব্যাপারে আগেই আলোচনা হয়েছিল। এবার ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় তাকে রাখার ন্যূনতম ইচ্ছাও আর নেই। মেসিকে তারা নতুন চুক্তির প্রস্তাব দেবে না। এতে আগামী মাসেই পিএসজি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি। গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, এবারও শীর্ষে রয়েছে তার দল।