লিটন দাস চলে যাওয়ায় তার বদলি নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি এই উইকেটরক্ষকের পরিবর্তে জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে অন্তর্ভুক্তির বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে কলকাতা। লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে কলকাতা।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ হলেও এবারই প্রথমবারের মতো আইপিএলে যোগ দেবেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা চার্লস। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। ইতোপূর্বে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন ক্যারবিয়ান এই ব্যাটার।

৩৪ বছর বয়সী ক্যারিবীয় এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন ৬ বছর। গত বছরের অক্টোবরে দলে ফিরেছেন। তারপর খেলেছেন ৭টি টি-টোয়েন্টি। মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে করেছেন বিস্ফোরক সেঞ্চুরি। মূলত ওপেনার হলেও মিডল অর্ডারেও ব্যাটিং ভালোই করেন এই ব্যাটসম্যান। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি-টোয়েন্টি খেলেছেন চার্লস। ২৪.২৭ গড় ও ১৩১ স্ট্রাইক রেটে রান করেছেন ৯৭১।

এদিকে এবারই প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে টাইগার এই ব্যাটারের আইপিএল অধ্যায় মোটেও ভালো হয়নি। দলে যোগ দিয়ে দুই ম্যাচ বসে থাকার পর সুযোগ পেয়ে তিনি হন ব্যর্থ। ব্যাট হাতে ৪ রান করে আউট হওয়ার পর উইকেটকিপিংয়ে দুই ভুল করে দলের হারের কারণ হন। এরপর আর থাকে খেলায়নি তারা। গত ২৮ এপ্রিল আচমকা পারিবারিক কারণে দেশে ফিরে আসেন তিনি। পরে জানা যায় তার বাবা কিছুটা অসুস্থ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় মাত্র ৪ বলেই শেষ লিটনের আইপিএল মিশন।

চলমান আইপিএলে এখন পর্যন্ত কলকাতার অবস্থান ভীষণ নাজুক। ৯ ম্যাচে স্রেফ ৩ জয় নিয়ে ১০ দলের আসরে আপাতত পয়েন্ট তালিকার ৮ নম্বরে কলকাতা।