ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের শপথ অনুষ্ঠান ছিল গতকাল। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিশ্বের শত দেশের অতিথির উপস্থিতি সরগরম করে তুলেছিল অনুষ্ঠান। বিশ্ব নেতৃত্বের আগমন উপলক্ষে লন্ডনে ছিল নিরাপত্তার কড়াকড়ি। ইংলিশদের উৎসবের দিনে তামিম ইকবালরা কেন পড়ে থাকবেন অ্যাসেক্সের এক গ্রামে। ছুটি পেয়ে তাঁরাও ছুটেছেন লন্ডনে। সকালের নাস্তা সেরে দলে দলে বেড়িয়ে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাসেক্স থেকে আলাদা আলাদা রওনা হলেও সবার গন্তব্যের পথ মিশে গেছে ব্রিটিশ রাজার শহর লন্ডনে।

রাজা চার্লসের শপথ উপলক্ষ্যে গতকাল ইংল্যান্ডে ছুটি ছিল। স্বাভাবিকভাবেই এদিন অনুশীলন রাখা হয়নি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জিম বা সুইমিংও রাখেননি। নিখাদ ছুটি বলতে যা বোঝায় তাই দিয়েছেন খেলোয়াড়দের। গত পাঁচদিন গ্রাম্য পরিবেশে থাকার একঘেয়েমী কাটাতে সবাই তাই শহরমুখী হন। জাতীয় দলের একজন সদস্যের কাছ থেকে জানা গেছে শপিং মলে কেনাকাটা আর রেস্তোরাঁয় খাবার খাওয়াই ছিল লন্ডনে আসার মূখ্য উদ্দেশ্য। 

বাংলাদেশ দল ইংল্যান্ড গেছে ১ মে। ২ মে বিশ্রাম নিয়ে পরের দুই দিন অনুশীলন করেছে। শুক্রবার ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার দিন। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন ম্যাচ পরিত্যক্ত হয়। সেদিক থেকে দেখলে এখন পর্যন্ত মাত্র দুই দিন অনুশীলন হয়েছে বাংলাদেশ দলের। আর এবং কাল দুটি অনুশীলন সেশন রয়েছে বলে জানান মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। 

এরপর ৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তামিমরা দুটি অনুশীলন সেশন পেলেও ইংল্যান্ডের মাটিতে এখনও বলই হাতে নিতে পারেননি মুস্তাফিজ ও সাকিব। মুস্তাফিজের প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও সাকিব তো দলের সঙ্গে যোগই দিয়েছেন শুক্রবার।