ঢাকা প্রিমিয়ার লিগে আজ যে চারটি ম্যাচ হবে, তার তিনটি সুপার লিগের আর একটি রেলিগেশন পর্বের। স্বাভাবিকভাবেই সুপার লিগের ম্যাচগুলোতে দৃষ্টি থাকবে ক্রিকেট অনুরাগীদের। বিশেষ করে শিরোপার দৌড়ে থাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজ নিজ ম্যাচ জিততে পারছে কিনা, সে খোঁজখবর রাখার চেষ্টা থাকবে সমর্থকদের। 

কিন্তু একটি কারণে সুপার লিগের ম্যাচের মতো রেলিগেশন ম্যাচ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। প্রথম বিভাগে অবনমন হওয়ার ঝুঁকিতে থাকা শাইনপুকুর শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনেছে অলরাউন্ডার দিমুথ করুনারত্নেকে। কারণ, আজ যে দলটির বাঁচা-মরার ম্যাচ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এই ম্যাচ হার-জিতের ওপর নির্ভর করছে ঢাকা লেপার্ডসের সঙ্গে কোন দল প্রথম বিভাগে অবনমিত হবে।

রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিলের শেষ তিন দলের মধ্যে অনুষ্ঠিত হয় রেলিগেশন লিগ। চলতি মৌসুমে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও নবাগত ঢাকা লেপার্ডস সেই তিন দল। ১৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া লেপার্ডসের অবনমন নিশ্চিত হয়ে গেছে। ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগে শীর্ষে থাকা অগ্রণী ব্যাংক আজ জিতে গেলে প্রিমিয়ার লিগে থেকে যাবে। বৃষ্টির কারণে খেলা না হলেও ৯ পয়েন্ট নিয়ে টিকে থাকবে। আর আজ শাইনপুকুর জিতে গেলে স্বপ্নভঙ্গ হবে অগ্রণী ব্যাংকের। উভয় দলের ৮ পয়েন্ট করে হওয়ায় হেড টু হেডে নির্ধারিত হবে কে যাবে রেলিগেশনে। 

রাউন্ড রবিন লিগে অগ্রণী ব্যাংক জিতে যাওয়ায় সে ক্ষেত্রে রান গড় দেখা হতে পারে। যেখানে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে জয়ী দল। আর এই বৈতরণী পার হতে করুনারত্নেকে আনা শাইনপুকুরের। যিনি গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নেন মূল ম্যাচে পারফরম্যান্স করার জন্য।