আইপিএলে আজ মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচ দিয়েই আইপিএল দেখবে এক ম্যাচে দুই ভাইয়ের লড়াই। এরা হলেন, গুজরাট দলের হার্দিক পাণ্ডিয়া এবং লখনৌর ক্রুণাল পাণ্ডিয়া।

এর আগে দুই ভাই সতীর্থ বা প্রতিপক্ষ হিসেবে খেলেছেন তারা। কিন্তু দুই দলের অধিনায়ক দুই ভাই, এই ঘটনা আইপিএলে এবারই প্রথম ঘটতে যাচ্ছে। মূলত চোটের কারণে ছিটকে গেছেন লখনৌর অধিনায়ক ক্রুনাল পাণ্ডিয়া। আর গুজরাট টাইটান্সের অধিনায়ক বরাবরই হার্দিকই ছিলেন। এতেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে দুই ভাই।

পাণ্ডিয়া ভ্রাতৃদ্বয়ের এই লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। কেননা প্রথম ম্যাচে হার্দিকরা ৭ রানে জয় পেয়েছিল। কাজেই আজ লখনৌর কাছে প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

এই ম্যাচের আগে লিগ টেবিলের এক নম্বর স্থানে রয়েছে গুজরাট। অন্য দিকে তিন নম্বর স্থানে রয়েছে লখনৌ। আজ ম্যাচটি জিতলে লখনৌর মূল লক্ষ্যই হবে চেন্নাইকে টপকে গুজরাটের ঘাড়ে নিশ্বাস ফেলা। অন্য দিকে হার্দিক তার দলের এক নম্বরটা স্থানটাও ধরে রাখতে বদ্ধ পরিকর। এখন অবধি ৩ ম্যাচের হেড টু হেড লড়াইয়ে তিনবারই জয় পেয়েছে গুজরাট।

আইপিএলে হার্দিক ও ক্রুনাল ছাড়াও আরও ভাই ভাই খেলেছেন। এবারের আইপিএলেই অভিষেক হয়েছে ডুয়ান ইয়াসেনের, খেলছেন মুম্বাই দলে। আর সানরাইজার্স হায়দরাবাদে আছেন মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এ দুই ক্রিকেটার যমজ। আইপিএলে এর আগে যমজ ভাইয়ের খেলার ইতিহাস ছিল না।

এ ছাড়া আইপিএলে খেলেছেন পাঠান পরিবারের দুজন, ইরফান ও ইউসুফ। স্যাম কারেনও ও টম কারেন ইংল্যান্ডের এ দুই ভাইও আইপিএলে খেলেছেন। এ ছাড়া মিচেল মার্শ-শন মার্শ, মাইক হাসি-ডেভিড হাসি, ব্রেন্ডন ম্যাককালাম-নাথান ম্যাককালাম–ভাইয়েরাও খেলেছেন।