লক্ষ্নৌ সুপার জায়ান্টের অধিনায়ক কেএল রাহুল ইনজুরিতে আইপিএল থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলটির নেতৃত্ব দিচ্ছেন ক্রুনাল পান্ডিয়া। তার দল খেলছে হার্ডিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের বিপক্ষে। হার্ডিক এবং ক্রুনাল দুই ভাই। লড়াইটা তাই দুই ভাইয়ের। 

ওই লড়াই প্রথমে ব্যাট করে হার্ডিক পান্ডিয়ার গুরবাজ ২ উইকেট হারিয়ে ২২৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছে। চলতি আসরের চতুর্থ সর্বোচ্চ রান তুলেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গত আসরের চ্যাম্পিয়ন গুজরাট। 

তাদের ওই বড় রানের পথে দুর্দান্ত ইনিংস খেলেছেন তরুণ ভারতীয় ওপেনার শুভমন গিল ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। 

ওপেনিং জুটিতে গিল ও ঋদ্ধি ১২.১ ওভারে ১৪২ রান যোগ করে। ঋদ্ধি ফিরে যাওয়ার আগে খেলেন ৪৩ বলে ৮১ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে ১০টি চারের শট ও চারটি ওভার বাউন্ডারি।

তবে ওপেনার গিল ছিলেন অপরাজিত। তিনি ব্যাট ক্যারি করলেও সেঞ্চুরি করতে পারেননি। খেলেন ৫১ বলে ৯৪ রানের ইনিংস। তার ব্যাট থেকে চার আসে মাত্র দুটি। তবে তিনি ছক্কা তোলেন সাতটি। এছাড়া হার্ডিক পান্ডিয়া ১৫ বলে ২৫ ও ডেভিড মিলার ১২ বলে ২১ রানের হার না মানা ইনিংস খেলেন।