- খেলা
- লক্ষ্নৌকে হারিয়ে প্লে অফের পথে গুজরাট
লক্ষ্নৌকে হারিয়ে প্লে অফের পথে গুজরাট

লক্ষ্নৌর বিপক্ষে জয় পাওয়া গুজরাটের উইকেট উদযাপন। ছবি: এএফপি
হার্ডিক পান্ডিয়ার নেতৃত্বে গত বছর প্রথমবার আইপিএলে এসেই চমক দিয়েছে গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। চলতি মৌসুমেও দুরন্ত গতিতে ছুটছে পান্ডিয়া-শুভমন গিল-রশিদ খানদের গুজরাট।
রোববার লক্ষ্নৌ সুপার জায়ান্টের বিপক্ষে ২২৭ রানের বিশাল সংগ্রহ তুলে ৫৬ রানে জিতেছে গুজরাট। আসরে ১১ ম্যাচ খেলে তুলে নিয়েছে আট জয়। সবার চেয়ে বেশি ১৬ পয়েন্ট এবং সর্বোচ্চ ০.৯৫১ নেট রান রেট নিয়ে প্লে অফে এক পা বাড়িয়ে দিয়েছে দলটি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২২৭ রান তোলার পথে গুজরাটের দুই ওপেনার গিল ও ঋদ্ধিমান সাহ দুর্দান্ত খেলেছেন। ঋদ্ধি ৪৩ বলে ১০টি চার ও চারটি ছক্কায় ৮১ রানের দারুণ ইনিংস খেলেন। শুভমল গিল ৫১ বলে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে দুটি চার ও সাতটি ছক্কা আসে।
জবাব দিতে নেমে লক্ষ্নৌও দুর্দান্ত শুরু করে। ওপেনিং জুটিতে ৮.২ ওভারে ৮৮ রান তোলে তারা। কাইল মেয়ার্স ৩২ বলে ৪৮ রান করেন। অন্য ওপেনার কুইন্টন ডি কক ৪১ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৭০ রান করেন। কিন্তু পরের ব্যাটাররা সুবিধা করতে পারেননি।
দিপক হুদা ১১ রান করে ফিরে যান। মার্কোস স্টইনিস (৪) ও নিকোলাস পুরান (৩) রান পাননি। আয়ূশ বাদোনি ১১ বলে ২১ রান করে হারের ব্যবধান কমান। লক্ষ্নৌ ৭ উইকেটে ১৭১ রানে আটকে যায়। গুজরাটের জয়ের অন্যতম নায়ক ‘বুড়ো’ পেসার মুহিত শর্মা। গত মৌসুমে দল না পাওয়া মুহিত ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। রশিদ খান ৪ ওভারে ৩৪ খেলেও অন্য আফগান লেগি নুর আহমেদ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে এক উইকেট তুলে নেন।
মন্তব্য করুন