জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই। গুজরাট টাইটান্স এগিয়ে গেছে। পাঁচ দল পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে সেরা চারের লড়াই চালিয়ে যাচ্ছে। ওই লড়াইয়ে থাকা রাজস্থান রয়্যালস রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে। 

দলটির হয়ে রান পেয়েছেন টপ অর্ডারের তিন ব্যাটার। ঝড় দেখিয়েছেন জস বাটলার। তবে সেঞ্চুরি মিস করেছেন তিনি। 

ব্যাট করতে নেমে জসশ্বী জয়সাওয়াল ও বাটলার পাঁচ ওভারে ৫৪ রান যোগ করেন। তরুণ জয়সাওয়াল ১৮ বলে ৩৫ রানের ইনিংস খেলে ফিরে যান। পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান এই বাঁ-হাতি ব্যাটার। এরপর বাটলার ও সানজু স্যামসন ১৩৬ রান যোগ করেন। 

ইনিংসের ১৯তম ওভারে ফিরে যান সাদা বলের ক্রিকেটের ইংলিশ অধিনায়ক বাটলার। তিনি ৫৯ বল খেলে ৯৫ রানের ইনিংস খেলেন। ১০টি চার ও চারটি ছক্কার শট খেলেন এই ডানহাতি। সানজুর ব্যাট থেকে আসে হার না মানা ৬৬ রানের ইনিংস। তিনি ৩৮ বল খেলে চারটি চার ও পাঁচটি ছক্কা মারেন।