- খেলা
- ফেবারিট শব্দে আপত্তি তামিমের, প্রস্তুতি নিয়ে আক্ষেপ
ফেবারিট শব্দে আপত্তি তামিমের, প্রস্তুতি নিয়ে আক্ষেপ

আয়ারল্যান্ড সিরিজ নিয়ে তামিমের সংবাদ সম্মেলন। ছবি: বিসিবি
বাংলাদেশে প্রচণ্ড গরম দেখে ইংল্যান্ডে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে আবার বেশ শীত। ম্যাচের নয় দিন আগে চেমসফোর্ডে যাওয়ার উদ্দেশ্যে ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। উইকেট-মাঠ বুঝে অনুশীলন করা। কিন্তু বৃষ্টির কারণে ঠিকঠাক প্রস্তুতি হয়নি। অনুশীলনের সুযোগ হয়নি ম্যাচের মাঠে।
যা নিয়ে রোববার সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল, ‘আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’
প্রস্তুতি মন মতো না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজে জেতাই লক্ষ্য বলে জানিয়েছেন তামিম। তবে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে আইরিশদের হারালেও ইংল্যান্ডে নিজেদের ফেবারিট মানতে নারাজ তিনি, ‘ফেভারিট শব্দটি ব্যবহার করতে চাই না। আমরা এখানে এসেছি ভালো খেলে জেতার জন্য। এই কন্ডিশনে আয়ারল্যান্ড ভালো দল, কারণ ওরা অভ্যস্ত। একেবারে ছেড়ে দেবে না।’
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ড সফরে যাওয়ার সুযোগ হয়নি। পূর্বের সফরেও খেলা হয়নি চেমসফোর্ডে। এরপরও চেমসফোর্ডের উইকেট দেখার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। যা নিয়ে আক্ষেপের সুরে কথা বলেছেন দেশসেরা ব্যাটার তামিম।
তিনি বলেন, ‘এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই আমাদের। উইকেট সম্পর্কে বেশি ধারণা নেই। অতীত ও বর্তমান ম্যাচ থেকে তথ্য নিচ্ছি। উইকেট দেখার পর কম্বিনেশন (একাদশ) ঠিক হবে। প্রতিটি সেশন ওই মাঠে করতে পারলে খুব ভালো হতো। সম্ভবত ওখানে একটা কাউন্টি ম্যাচ চলায় ওই আমাদের সুবিধা দেওয়া হয়নি। আমি এসব নিয়ে ভাবছিও না।’
মন্তব্য করুন