- খেলা
- লরিয়াসের বর্ষসেরা মেসি
লরিয়াসের বর্ষসেরা মেসি
-samakal-6459f479e8b38.jpg)
প্রথম ফুটবলার হিসেবে ২০২০ সালে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন লিওনেল মেসি। তিন বছর পর ফের একই মর্যাদা পেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। সেই সঙ্গে তার দেশ আর্জেন্টিনাও জিতেছে বর্ষসেরা দলের খেতাব।
লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে স্ত্রী আন্তোনেল্লাকে নিয়েই হাজির হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। পুরষ্কার জেতার পর মেসি বলেন, 'এটা বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা ২০২১ সালে এখানে আসার পর আমাদের সাদরে গ্রহণ করেছে। আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও।'
মেসির সঙ্গে আর্জেন্টিনাও লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জেতায় একইসঙ্গে ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও মেসি। চলতি মৌসুমে ব্যক্তিগত অর্জনের ষোলআনা পূরণ করতে মেসির এখন শুধু ব্যালন ডি'অর জেতা প্রয়োজন।
গত ৩ মে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি সফরে যান মেসি। পিএসজি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ক্লাবের সার্বিক কার্যক্রম থেকে। পরে শুক্রবার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান। পিএসজি এর দুই দিন পর তার নিষেধাজ্ঞা তুলে নিলে সোমবার অনুশীলনে ফেরেন মেসি।
মন্তব্য করুন