ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি চাকরিসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আইএলএসটি ভবনের সামনে সড়ক অবরোধ করে কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।

ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশন নাসিরনগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এক সপ্তাহ ধরে ক্লাস বর্জন করে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। এতে বক্তব্য দেন নাসিরনগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাহিম, সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান বন্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ খান সিহাব, ছাত্রীবিষয়ক সম্পাদক ফারহানা আক্তার জেলি প্রমুখ।

বক্তারা বলেন, অধিদপ্তরের ২০২০ সালে গঠিত অর্গানোগ্রামে দু’হাজার ১৭টি পদ সৃষ্টি করা হয়েছে। এটি ডিপ্লোমাধারীদের জন্য মুখ্য পদ। কিন্তু এ পদে তাঁদের বাদ দিয়ে নন-টেকনিক্যাল প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে অনেকে ডিপ্লোমায় পড়তে চাচ্ছেন না। অনেকে ভর্তি হয়েও চাকরির নিশ্চয়তা না পেয়ে চলে গেছেন।

বক্তারা আরও বলেন, পাস করা শিক্ষার্থীরা বেকার দিন কাটাচ্ছেন। যেখানে তাঁদের কর্মসংস্থান হচ্ছে না, সেখানে নতুন করে কয়েকটি ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে প্রতি বছর শত শত বেকার যুবক বের হচ্ছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো– নবসৃষ্ট উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ দিতে হবে; ভিএফ ও সমমানের পদে ডিপ্লোমা ইন লাইভস্টক সংযুক্ত করা এবং ৭০ শতাংশ পদে অগ্রাধিকারের ভিত্তিতে ডিপ্লোমাধারীদের নিয়োগ দিতে হবে; ভিএফএ ও সমমানের পদে ডিপ্লোমাধারীদের প্রশিক্ষণের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বাতিল করে সরাসরি চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা নিতে হবে।

ফেডারেশনের নাসিরনগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম বলেন, দাবিগুলো আদায়ে প্রয়োজনে তাঁরা রক্ত দেবেন। দাবি আদায়ে কঠোর আন্দোলনে কেউ বাধা দিলে এবং কেউ হতাহত হলে তার দায় সরকারকে নিতে হবে।