- খেলা
- জয়সাওয়ালে মুগ্ধ সাবেক-বর্তমানরা, জাতীয় দলে নেওয়ার পরামর্শ
জয়সাওয়ালে মুগ্ধ সাবেক-বর্তমানরা, জাতীয় দলে নেওয়ার পরামর্শ

দ্রুততম আইপিএল ফিফটির পর ৯৮ রানের হার না মানা ইনিংস খেলেন জয়সাওয়াল। ছবি: টুইটার
জশস্বী জয়সাওয়ালকে নিয়ে চলছে উচ্ছ্বাস। চলতি আইপিএলে দুর্দান্ত ক্রিকেট খেলছেন ২১ বছরের এই তরুণ। আসরের দ্বিতীয় সর্বোচ্চ (৫৭৫) রান করেছেন তিনি। শীর্ষে থাকা ফ্যাফ ডু প্লেসির চেয়ে পিছিয়ে মাত্র এক রানে। আসরে সেঞ্চুরিও পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার কেকেআরের বিপক্ষে জয়সাওয়াল খেলেছেন ৪৭ বলে ৯৮ রানের হার না মানা ইনিংস। ১৩টি চার ও পাঁচ ছক্কায় ওই ইনিংস সাজিয়েছেন তিনি। ১৩ বলে আইপিএলের দ্রুততম ফিফটি করেছেন। যুবরাজ সিংয়ের দ্রুততম (যেকোন ধরনের ক্রিকেটে) ফিফটির রেকর্ড (১২ বলে) একটুর জন্য ভাঙতে পারেননি।
ওই জয়সাওয়ালকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন, অজি পেসার ব্রেট লি, ভারতীয় ব্যাটার বিরাট কোহলি-রোহিত শর্মা এবং সাবেক ভারতীয় ব্যাটার বিরেন্দ্র শেবাগ-সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা।
জয় শাহ টুইট করেছেন, ‘তরুণ জয়সাওয়ালের দ্রুততম আইপিএল ফিফটি, অসাধারণ এক ইনিংস। ক্রিকেটের প্রতি প্রচণ্ড আবেগ ও ভালোবাসা দেখিয়েছে সে। আশা করছি, সামনেও এই ফর্ম ধরে রাখতে পারবে।’ মাইকেল ভন বলেছেন, ‘সে সুপারস্টার হতে যাচ্ছে। আমি নির্বাচক হলে কেএল রাহুলের জায়গায় তাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নিতাম।’
ব্রেট লি টুইট করেছেন, ‘অসাধারণ, তাকে এখনই ভারতীয় জাতীয় দলে নেওয়া দরকার।’ সুরেশ রায়না বলেছেন, ‘আমি নির্বাচক হলে আজই ওকে বিশ্বকাপের দলে নিতাম। কারণ ও খুবই স্থির মস্তিষ্কের।’ আকাশ চোপড়া আরও দূরদর্শী, ‘এই ছেলে তিন মাসের মধ্যে ভারতীয় জাতীয় দলের জার্সি পরবে।’
লাসিথ মালিঙ্গা বলেছেন, ‘জয়সাওয়াল আমার পছন্দের সেরা ভারতীয় তরুণ। তাকে ভারতীয় দলে দেখতে মুখিয়ে আছি।’ শেবাগ টুইট করেছেন, ‘এই ছেলেটা স্পেশাল। তার ইনিংসের পুরোটা উপভোগ করেছি।’ রবি শাস্ত্রী বলেছেন, ‘ভারত বিশ্বকাপ জিততে চাইলে নির্বাচকদের জয়সাওয়ালের মতো তরুণদের সুযোগ দিতে হবে।’
বিরাট কোহলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘অসাধারণ, এটা একনিমিষে আমার দেখা সেরা ইনিংস।’ রোহিত বলেছেন, ‘আমি শুধু ভাবি, এতো শক্তি সে কোথায় পায়। কারণ গত মৌসুমে এতো ছক্কা মারেনি সে। জিমে এখন অনেক সময় দিচ্ছে। তার মতো তরুণের জন্য এটা দারুণ ব্যাপার।’
মন্তব্য করুন