- খেলা
- হৃদয়ের সঙ্গে জুটিতে বিপিএলের ভূমিকা দেখেন শান্ত
হৃদয়ের সঙ্গে জুটিতে বিপিএলের ভূমিকা দেখেন শান্ত

দলের চাপে দারুণ এক জুটি গড়েন শান্ত ও হৃদয়। ছবি: বিসিবি
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩১৯ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত ১১৭ রানের দারুণ ইনিংস খেলেছেন। তাওহীদ হৃদয়ের সঙ্গে তিনি গড়েন ১২৯ রানের জুটি।
বাংলাদেশ ১০১ রানে তৃতীয় উইকেট হারানোর পর ওই জুটিতেই জয়ের পথে চলে আসে বাংলাদেশ। যদিও শেষটায় জয় পেতে কষ্ট হয়েছে টাইগারদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা শান্ত জানিয়েছেন, বিপিএলের সুবাদে তাদের বোঝাপড়া ভালো।
সর্বশেষ বিপিএলে সিলেটের হয়ে খেলেছেন নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়। সেখানে তাদের ভালো কিছু জুটি আছে। বিষয়টি নিয়ে শান্ত বলেন, ‘ওর (হৃদয়) সঙ্গে আমি ব্যাটিং উপভোগ করি। বিপিএলে বেশ কিছু ভালো জুটি আছে আমাদের। কীভাবে ইনিংস গড়তে হবে এই বোঝাপড়া তৈরি হয়েছিল আমাদের মধ্যে।’
হৃদয়ের ব্যাটিং এপ্রোচেরও প্রশংসা করেছন শান্ত। তিনি জানিয়েছেন, হৃদয় যেভাবে ব্যাটিং করেছে তা দলের জন্য ভালো। অন্যদিকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়েছেন তিনি। তার ব্যাটিংয়ের কারণে মোটেও চাপে পড়েননি বলেও উল্লেখ করেছেন শান্ত। তারা স্বাভাবিক খেলা করার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন।
প্রথম ওয়ানডে সেঞ্চুরি করায় বোর্ড নির্বাচক এবং বর্তমান কোচিং স্টাফের পাশাপাশি সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গোকে ধন্যবাদ দিয়েছেন শান্ত, ‘তাদের ধন্যবাদ প্রাপ্য। নির্বাচক এবং আগের কোচ রাসেল ডমিঙ্গোসহ বর্তমান কোচিং স্টাফরা আমাকে অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ দিয়েছেন। আমার ওপর তাদের আস্থা ছিল। তবে এখনও অনেক পথ যাওয়ার বাকি। এভাবে খেলে যেতে পারলে তা দলের জন্য ভালো।’
শান্ত ভালো ইনিংস খেললেও কঠিন করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের দায়িত্বশীল ইনিংস এবং কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে জিততে হয়েছে বাংলাদেশের। শান্তর মতে, ওমন ভাগ্যের সহায়তা টুকটাক লাগে, ‘মাঝে মধ্যে ভাগ্যের সহায়তা লাগে, এবার ভাগ্য আমাদের পক্ষে ছিল। যেমন ওই নো বলটা (জয় পাওয়া শট), রান আউটটা আমাদের পক্ষে এসেছে। যে যা-ই বলুক, ভাগ্য গুরুত্বপূর্ণ।’
মন্তব্য করুন