সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করে বাংলাদেশ ২৭৪ রানে অলআউট হয়েছে। একাধিক ব্যাটার সেট হয়ে আউট হওয়ায় বড় রান হয়নি সফরকারীদের।

জবাব দিতে নামা আয়ারল্যান্ড শিবিরে শুরুতে ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। এরপর পল র্স্টালিং ও বালবির্নি ১০৯ রানের ‍জুটি গড়েন। ওই জুটি ভেঙেছেন এবাদত। আইরিশদের হয়ে দলকে জয়ের সুভাস দিচ্ছিলেন হ্যারি টেক্টর এবং টাকার জুটি। তবে সেই জুটি ভেঙে দেন টাইগারদের পার্ট টাইম স্পিনার নাজমুল হোসেন শান্ত। টেক্টর ফিরতে না ফিরতে আইরিশ শিবিরে জোড়া আঘাত দেন মুস্তাফিজ।

স্বাগতিকরা ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছে। র্স্টালিং ৬০ রান করে আউট হয়েছেন। এর আগে আন্দ্রে বালবির্নি ৫৩ রান করেন। স্টিফেন দোহানি ফেরেন ৪ রান করে।   

এর আগে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তিনে নামা নাজমুল শান্ত ও চারে নামা লিটন দাস ৩৫ রান করে যোগ করেন। 

এছাড়া মুশফিকুর রহিম ৪৫ এবং মেহেদি মিরাজের ব্যাট থেকে আসে ৩৭ রানের ইসিংস। আইরিশদের হয়ে চার উইকেট নিয়েছেন মার্ক এডায়ার।