ফস্কে যাওয়া ম্যাচ আইরিশদের থেকে ছিনিয়ে এনেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। নিজের করা পরপর তিন ওভারে (৪৩তম, ৪৫তম ও ৪৭তম) উইকেট নিয়েছেন কাটার মাস্টার খ্যাত দ্য ফিজ।

কিন্তু চেমসফোর্ডে ম্যাচের রঙ বদলে দিয়েছেন ডানহাতি অফ স্পিনার নাজমুল শান্ত। ৪২তম ওভারে প্রথম তার হাতে বল তুলে নেন অধিনায়ক তামিম ইকবাল। ওই ওভারে সেট ব্যাটার হ্যারি টেক্টরকে ফেরান তিনি। এরপর মুস্তাফিজ-হাসান মাহমুদ করেন চমক দেওয়া বোলিং। 

ওই সময় শান্তকে দিয়ে বোলিং করানোর বিষয়ে অধিনায়ক তামিম ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে বলেছেন, '৪০ ওভার পর্যন্ত নাজমুল শান্ত যে বোলিং করতে পারে এটা আমার মাথায়ই ছিল না। কিন্তু যেভাবে মেহেদি মিরাজ বল করেছে, তাতে আমি বাধ্য হয়েছি শান্তকে বোলিংয়ে আনতে।'

নাজমুল শান্ত মাঝে মধ্যেই বল হাতে নেন। টেস্ট ক্রিকেটে নিয়মিতই তাতে টুকটাক হাত ঘুরাতে দেখা যায়। ঘরোয়া ক্রিকেটেও বোলিং করেন তিনি। অফ স্পিনের হাত একেবারে খারাপ নয় তার। তামিমের মতে, সে যদি অলরাউন্ডার হয়ে যায় সেটা দলের জন্য হবে দারুণ ব্যাপার।  

এছাড়া তামিম জানিয়েছেন, তিনি ভেবেছিলেন ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। কিন্তু কার্টুস ক্যাম্পার ও লরকান টাকারকে আউট করার পর জয়ের বিশ্বাস জন্মে তার মধ্যে, 'আমি যদি বলে জয়ের ব্যাপারে বিশ্বাস ছিল তাহলে মিথ্যা বলা হবে। ভেবেছিলাম ম্যাচ বেরিয়ে গেছে। কিন্তু ক্যাম্পার ও টাকারকে আউট করার পর জয়ের বিশ্বাস জন্মেছিল।'

কষ্টে পাওয়া দুই জয়ের পর আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রশংসা করেছেন তামিম। তার মতে, আয়ারল্যান্ড অনেক ভালো দল। ভালো ভালো ক্রিকেটার আছে তাদের। বেশি বেশি খেলার সুযোগ দিলে তারা আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো দলে পরিণত হবে।