- খেলা
- ইংল্যান্ডে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তামিম!
ইংল্যান্ডে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তামিম!
-samakal-6461e81092cfc.jpg)
তামিমের জন্য ইংল্যান্ড বেশ স্মৃতিবিজড়িত একটি দেশ। ২০১০ সালে প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়েই নিজের জাত চিনিয়েছিলেন টাইগার এই ওপেনার। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার দুর্দান্ত সেই সেঞ্চুরি এখনও চোখে লেগে আছে সমর্থকদের। এরপর একাধিকবার ইংল্যান্ড সফর করেছেন তিনি।
তবে নিজের সেই ভালো লাগার ইংল্যান্ডের মাটিতে হয়তো আর খেলা হবে না তামিমের। কেননা আইসিসির ফিউচার ট্যুর প্লান অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা ভবিষ্যৎ সূচির পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের কোনো সফর নেই, ম্যাচও নেই। ততদিন পর্যন্ত হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারে থাকবেন না তামিম! তাই ইংল্যান্ডের মাটিতে তামিমের খেলার সম্ভাবনাও কম।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'সিরিজ খেলার আগেই চিন্তা করছিলাম আমাদের শিডিউলে আর ৩-৪ বছরে খেলা নেই। আমি চেষ্টা করছিলাম যে এখানে বিশেষ কিছু করতে কারণ যখন প্রথম এখানে আসি তখন আমি এখানে বিশেষ কিছুই করি (লর্ডসে সেঞ্চুরি)। দুর্ভাগ্যজনকভাবে পারিনি। আজকে কিছু রান করেছি এটা ভালো ছিল।'
তামিম আরও বলেন, 'দর্শকদের সমর্থন সবসময়ই আমাদের জন্য বিশেষ কিছু ছিল। আমি নিশ্চিত নই যে ইংল্যান্ডে আবারও খেলতে পারব কিনা আন্তর্জাতিক ক্রিকেটে। ইংল্যান্ড দলের সাথে তো খুব বেশি সফর করি না আমরা। আগামী ৩-৪ বছরেও খেলা নেই মনে হয়। সম্ভবত এটাই এখানে আমার শেষ ম্যাচ ছিল, দারুণ উপভোগ করেছি।'
এদিকে নিজের ফিফটিকে বড় না করতে পারায় আফসোসের শেষ নেই তামিমের। টাইগার এই অধিনায়ক জানান, 'আমি একটু হতাশ যে আমার চালিয়ে যাওয়া উচিত ছিল। আমাদের যে অবস্থা ছিল, তাতে আরও টিকে থাকার দরকার ছিল আমার। তবে লম্বা ক্যারিয়ারে উত্থান-পতন আসবেই। সবশেষ দুই-তিন সিরিজে আমি নিজের সেরা অবস্থায় নেই। তবে সবসময়ই বিশ্বাস ছিল যে, স্রেফ একটি ম্যাচেরই দূরত্ব (ফর্মে ফেরা)। আজকে বড় ইনিংস খেলতে পারলে খুবই খুশি হতাম।'
মন্তব্য করুন