- খেলা
- হাসানকে 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' দেওয়া উচিত আইসিসির: ফাহিম
হাসানকে 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' দেওয়া উচিত আইসিসির: ফাহিম
-samakal-64621881ef458.jpg)
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১০ রান। একটু এদিক-সেদিক হলেই ম্যাচ ফসকে যাওয়ার শঙ্কা। এমন চাপের মধ্যেও দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪ রানের বিনিময়ে দুটি উইকেটও নিয়েছেন হাসান মাহমুদ। ডেথ ওভারে তার এমন দুর্দান্ত পারফরম্যান্সেই শেষ ওয়ানডে জিতে সিরিজ জয় করেছে বাংলাদেশ।
এমনিতে শান্ত স্বভাবের হাসান মাহমুদ। তবে অন্য পেসারদের থেকে অনেকটাই আলাদা তিনি। পেসাররা যেখানে আগ্রাসী কিংবা খুনে মেজাজের হয়, হাসান ঠিক যেন তার উল্টো। উইকেট পাওয়ার পর কোনো উল্লাসই করেননা জাতীয় দলের নতুন এই পেস সেনসেশন। এর কারণ জানিয়ে কিছুদিন আগেই হাসান বলেছিলেন, উইকেট পাওয়ার পর উদযাপন করলে প্রতিপক্ষ ব্যাটার কষ্ট পাবে, এজন্য উইকেট পাওয়ার পর স্বাভাবিক থাকেন তরুণ এই পেসার।
আয়ারল্যান্ডের সাথে শেষ ওয়ানডেতে স্নায়ুর চাপ ধরে রেখে বাংলাদেশকে ম্যাচ জেতানোর পর হাসানের প্রশংসা করেছেন দেশের প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। হাসানকে আইসিসির ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া উচিত বলে মনে করেন দেশসেরা এই কোচ।
ফেসবুকে হাসানের প্রশংসায় তিনি লিখেছেন, 'আউট হয়ে যাওয়া ব্যাটারের জন্য হাসানের যে সহানুভূতি এবং পরবর্তী উচ্ছ্বাসহীন উদযাপন, শুধু এই কারণেই আইসিসির উচিত তাকে একটা বিশেষ ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ দেওয়া। এই ধরনের আচরণ সবার জন্যই অনুকরণীয় হতে পারে এবং তা শুধু ক্রিকেটে নয় সব ক্ষেত্রেই।'
হাসানের এই সহনশীলতা তাকে অনেকদূর নিয়ে যাবে বলে মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। তিনি বলেন, 'অত্যন্ত সংবেদনশীল, স্বল্প অভিজ্ঞ এবং তরুণ এই বোলার এরই মধ্যে অধিনায়কের ডান হাতে পরিণত হয়েছে। স্কিলের পাশাপাশি চাপের মধ্যে নিজেকে ধরে রাখার এই বিরল সক্ষমতা তাকে নিশ্চয় অনেক দূর নিয়ে যাবে।'
মন্তব্য করুন