গলফ খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছিলেন জনি বেয়ারস্টো। ক্ষতিটাও হয়েছে ভালোই। ইংল্যান্ডের টি-২০ চ্যাম্পিয়ন হওয়া বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। মোটা অঙ্কে আইপিএলে চুক্তি হলেও খেলতে পারেননি। 

তবে আরেকটি বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ড জাতীয় দলে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ঘরোয়া লিগে পারফরম্যান্স করায় বেন ফোকসকে বাদ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে এই ডানহাতি ব্যাটারকে। 

এছাড়া ইনজুরি থেকে মাঠে ফেরা জোফরা আর্চার আবার ছিটকে গেছেন। আইরিশদের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না তিনি। কনুইয়ের ইনজুরিতে থাকায় ইংলিশ গ্রীষ্মে মাঠে নামা হবে না ক্যারিবীয় বংশোদ্ভূত এই ডানহাতি পেসারের। 

ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রক কি বলেছেন, ‘জোফরা আর্চারের জন্য এটা হতাশার। আমরা আর্চারকে শুভকামনা জানাচ্ছি। বেন ফোকসকে বাদ দেওয়া ছিল খুবই কঠিন সিদ্ধান্ত। কিন্তু জনি বেয়ারস্টো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। গত গ্রীষ্মে যার পারফরম্যান্স ছিল অসাধারণ।’ 

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ড ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পট, অলি রবসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।