বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের দেয়ার ও চাল উড়ে যায়। বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় এ  ঘটনা ঘটে। 

দুপুরের দিকে বিকট শব্দে কেঁপে ওঠে খাদিকুল গ্রামের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ভানু বাগের বাড়ি। বিস্ফোরণে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ জানান, ওড়িশা সীমানা থেকে কিছুটা দূরে একটা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বাজি তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। গুরুতর আহত হয়েছেন চারজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেছেন। পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।

ঘটনার পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতাদের এনআইয়ের তদন্তের দাবিও সমর্থন করেছেন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) তদন্ত করলে রাজ্যের কোনো আপত্তি নেই। তবে তদন্ত যেন সঠিক ও নিরপেক্ষ হয়।