এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বিতর্ক চলছেই। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আসরটি আয়োজন করতে নানা প্রস্তাব দিচ্ছে পিসিবি। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনার কথা বলেছেন। সম্ভাব্য ভেন্যু প্রস্তাব করেছেন ইংল্যান্ড! 

ওই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। সাবেক এই পাকিস্তান অধিনায়ক ও ওপেনার পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এশিয়া কাপের ভেন্যু ইংল্যান্ড, এটা কোনভাবেই এশিয়া কাপের সঙ্গে যায় না। এটা কাণ্ডজ্ঞানহীন কাজ হবে। এর মানে হলো, এশিয়া কাপ আয়োজনের জন্য এশিয়াতে কোন মাঠ নেই!’ 

রমিজ বরং ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াকে আসরে যুক্ত করে ইউরো-এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন। এছাড়া এশিয়া কাপ ও পিএলএল নিয়ে পিসিবির বর্তমান চেয়ারম্যানের মন্তব্য সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন তিনি।

রমিজ বলেছেন, ‘একবার আপনি বলছেন, পাকিস্তান এশিয়া কাপের জন্য নিরাপদ। পরে আবার বলছেন, পিএসএলের আগামী আসর সংযুক্ত আরব আমিরাতে বসবে। আপনি আসলে কী ধরনের দৃষ্টিভঙ্গি দাঁড় করাতে চাচ্ছেন। আপনার কী মাথা ঠিক আছে?’