আইপিএলের চলতি আসর থেকে আগেই ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস। তারাই বুধবার পাঞ্জাবকে ২১৪ রানের লক্ষ্য দিয়ে ১৫ রানের জয় তুলে নিয়েছে। হেরে যাওয়ায় পাঞ্জাবের শেষ চারে শেষ করা কঠিন হয়ে গেছে। 

দিল্লির বিপক্ষে ম্যাচে জয়ের চেষ্টায় পাঞ্জাব একটি সাহসী সিদ্ধান্ত নেয়। ১৫ ওভার শেষে ৪২ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৫৫ রান করা ব্যাটার আর্থাভ টাইডিকে স্বেচ্ছা অবসর করায়। তবে এক প্রান্ত দিয়ে লিয়াম লিভিংস্টোন (৪৮ বলে নয় ছক্কা ও পাঁচ চারে ৯৪) খেলে গেলেও পরের হার্ড হিটার ব্যাটার জিতেশ শর্মা, শাহরুখ খান কিংবা স্যাম কারেন সুবিধা করতে পারেনি।

আইপিএল ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো স্বেচ্ছা অবসরের ঘটনা ঘটলো। ৫ ওভারে ৮৬ রান দরকার এমন সময় সেট ব্যাটার তুলে নিলেও পাঞ্জাবের সিদ্ধান্তকে বাহবাও দেওয়া হচ্ছে। 

ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেছেন, ‘আগের ওভারেই, রিটায়ার্ড আউট হও এমন পোস্ট করতে গিয়েছিলাম। ওই সিদ্ধান্ত নেওয়ায় আমি পাঞ্জাবকে ধন্যবাদ দেব। কারণ এটা সহজ কোন সিদ্ধান্ত নয়। অশ্বিন নিক বা দলের যে-ই সিদ্ধান্ত নিক, এমন সিদ্ধান্ত দরকারে আরও নেওয়া উচিত।’ 

দ্বিপ দাসগুপ্ত বলেছেন, ‘সত্যি বলতে, সিদ্ধান্তটা আরও আগে আসতে হতো। টাইডি ১৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল। ২১৪ রান তাড়া করতে নেমে যা মানানসই না। আপনাকে আরও বিধ্বংসী হতে হবে। মিডল ওভারের ওই ছয় ওভার পাঞ্জাবের যা ক্ষতি করার করেছে।’