আর্জেন্টিনা জাতীয় দলের মেইন স্ট্রাইকার হিসেবে কাতারে বিশ্বকাপে গিয়েছিলেন লওতারো মার্টিনেজ। বিকল্প স্ট্রাইকার হিসেবে দলে ছিলেন হুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত ওই আলভারেজ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক বনে গেছেন। 

দিন শেষে ইন্টার মিলানের মার্টিনেজ এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আলভারেজ বিশ্বকাপ জয়ী। এবার তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে। ১১ জুলাই ইস্তাম্বুলে তাদের দল শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে। 

বিশ্বকাপের মতো ওই লড়াইয়ে আলভারেজ কিংবা মার্টিনেজের একসঙ্গে শিরোপা জয়ের সুযোগ নেই। তাদের একজন চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন এবং একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দশম ফুটবলার হওয়ার কীর্তি গড়বেন। 

এর আগে ওয়েস্ট জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭৪ মৌসুমে ওই কীর্তি গড়েন ছয় ফুটবলার। দলটির সেপ মাইয়ের, পাউল ব্রিটনার, হ্যান্স-জর্জ শোয়ার্জেনবেক, ফ্রাঙ্ক বেকেনবাওয়ার, জার্ড মুলার ও  উলি হোইনেস একসঙ্গে ওই কীর্তি গড়েন। ১৯৯৮ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু তালিকায় যুক্ত হন। 

এরপর ২০০২ মৌসুমে রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক রর্বাতো কার্লোস বিশ্বকাপ ও ইউরোপ সেরার শিরোপা স্পর্শ করেন। ২০১৮ মৌসুমে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানে নবম ফুটবলার হিসেবে ডাবল জেতেন। তালিকায় এবার দশম ফুটবলারের নাম তোলার অপেক্ষা।