ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন আয়ারল্যান্ডের তরুণ ক্রিকেটার হ্যারি টেক্টর। এতে প্রথম কোনো আইরিশ ক্রিকেটার হিসেবে ঢুকে পড়েছেন আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে। 

চেমসফোর্ডে তামিম ইকবালদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪০ রান করেন টেক্টর। সিরিজে ব্যাট হাতে জমা করেন ২০৬ রান। তাতেই ৭২ রেটিং অর্জন করেছেন তিনি, ৭২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ব্যাটিংয়ে শীর্ষ সাত নম্বরে। এটি ওয়ানডে ক্রিকেটে একজন পুরুষ আইরিশ ব্যাটসম্যানের সর্বকালের সর্বোচ্চ রেটিং। এর আগে আইরিশ খেলোয়াড়ের সর্বোচ্চ রেটিং ছিল পল স্টার্লিংয়ের। ২০২১ সালে ৬৯৭ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি।

৮৮৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকান রাশি ফন ডার ডুসেন ৭৭৭ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের ফাখর জামান ও ইমাম-উল হক। পঞ্চম স্থানে রয়েছেন ভারতের শুভমান গিল। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং সপ্তম স্থানে রয়েছেন হ্যারি টেক্টর।

টেক্টর উঠে আসায় পেছনে পড়ে গেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং ভারতের রোহিত শর্মা। সেরা দশে তারা রয়েছেন পরের তিনটি স্থানে। ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন কোহলি। ৭১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে কুইন্টন ডি কক এবং ৭০৭ পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন দশম স্থানে।