- খেলা
- ধর্ষণের তিন অভিযোগ থেকে মুক্তি পেলেন গুনাথিলাকা
ধর্ষণের তিন অভিযোগ থেকে মুক্তি পেলেন গুনাথিলাকা
-samakal-646621bd182c4.jpg)
ডাউনিং সেন্টারের স্থানীয় আদালতে দানুশকা গুনাথিলাকা (ডানে) এবং তার আইনজীবী অ্যালেন সাহিনোভিচ (বামে)
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ২৯ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে আটকের পর জামিনে মুক্তি পান তিনি এবং পরে জামিনের শর্তও শিথিল করা হয়।
এবার জানা গেল, অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে যৌন নিপীড়নের চারটি অভিযোগের মধ্যে তিনটিই খারিজ করে দিয়েছেন সেই দেশের পাবলিক প্রসিকিউটর। তবে বাকি একটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তারা। ১৩ জুলাই গুণাথিলাকাকে আবারও আদালতে হাজির করা হবে।
সিডনির সংবাদমাধ্যম মর্নিং হেরাল্ড বলছে, 'আদালতে পাবলিক প্রসিকিউটর হিউ বুডিন বলেছেন, লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সম্মতি ছাড়া যৌন সম্পর্ক করার তিনটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।'
পুলিশের অভিযোগে ছিল, বিশ্বকাপ খেলতে এসে ২৯ বছর বয়সী এক নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় দুই জনের। বিশ্বকাপ চলাকালীন সেই নারীর আমন্ত্রণে রোজ বে'তে এক বাড়িতে যান গুনাথিলাকা। মদ্যপানের পর এক সময় সেই নারীর উপর হামলে পড়েন তিনি। সেই নারীর সঙ্গে চারবার যৌন সংস্পর্শে আসার অভিযোগ আছে। পরে সেই নারী সিডনি থানায় যৌন নিপীড়নের অভিযোগ করলে হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গুনাথিলাকা। এখন পর্যন্ত শ্রীলংকার হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি।
মন্তব্য করুন