- খেলা
- কমলগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
কমলগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে মো. হানিফ(৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত হানিফ ওই এলাকার বাসিন্দা। ধর্ষিত শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস সমকালকে বলেন, মামলা দায়েরের পর হানিফকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্রগ্রামে পালিয়ে যেতে চেয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের তৃতীয় শ্রেণি পড়ুয়া (৯) ওই শিশুটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে মো. হানিফ তাকে লিচু ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাশের লেবু বাগানের একটি ঘরে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি বাড়ি গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় মামলা করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হানিফকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন