ফের দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তারকা এই ব্যাটার। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার সাবেক এই অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনটাই দাবি করেছেন ডু প্লেসি।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডু প্লেসি বলেন, 'আমি খুবই কৃতজ্ঞ কেননা নতুন কোচ দলের অংশ হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন শুধুই কথা হয়েছে, আমার শারীরিক অবস্থা কী সেটা নিয়ে। আমি টেনিস এলবো ইনজুরি নিয়ে সাম্প্রতিক সময়ে ভুগছি। এটার জন্যে ইনজেকশনও দিয়েছি।'

জাতীয় দলের টেস্ট ফরম্যাট থেকে দুই বছর আগেই অবসরে গেছেন ডু প্লেসি। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে এখনও অবসরে যাননি তিনি। তবে প্রোটিয়াদের নতুন কোচ ডু প্লেসিকে চান আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য। যদিও ডু প্লেসির ইচ্ছা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার। এ নিয়ে দুজনের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

ডু প্লেসি আরো বলেন, 'আমার সঙ্গে কথা হয়েছে শারীরিক বা মানসিকভাবে পুরোপুরি ফিট আছি কিনা সেটা নিয়ে। মনে হচ্ছে এই মুহূর্তে আমি ফিট। ৫০ ওভারের ক্রিকেট আসলে অন্য জিনিস। এটা লম্বা ফরম্যাট। মাঠে আপনাকে আরও বেশি সময় থাকতে হয়। আইপিএলের পর, বছরের পরের অংশে সেটা নিয়ে ভাবব। পরের বছরের জুলাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটা নিয়েও কথা হয়েছে। এই জায়গায় খেলা নিয়ে আমরা দুজনই একমত। সেখানেই নজর থাকবে।'

বর্তমানে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন ডু প্লেসি। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। দেশের হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন ডু প্লেসি। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে ২৩টি সেঞ্চুরিসহ ১২ হাজারের অধিক রান করেছেন তিনি।