চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। মেগা এই আসরের স্কোয়াডে কারা থাকবেন, এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। সরাসরি না বললেও কেমন হতে পারে বিশ্বকাপ দল, সেই বিষয়ে একটা পরিস্কার ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা তো থাকছেনই। বিশ্বকাপের দলে যুক্ত হতে পারেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটার। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাইম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিল। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নিবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ফর্মের তুঙ্গে ছিলেন এনামুল হক বিজয় ও নাঈম শেখ। গত আসরে প্রাইম ব্যাংকের হয়ে হাজার রান করা বিজয়ের ব্যাটে এ আসরেও ছুটেছে রানের ফোয়ারা। যদিও সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি তিনি, ছিলেন দ্বিতীয়। তবে প্রথম স্থানে আছেন তারই সতীর্থ নাঈম শেখ।

নাইম শেখ এবারের আসরে ১৬ ইনিংস থেকে করেন ৯৩২ রান। এক সেঞ্চুরির সাথে ছিল ১০টি হাফ সেঞ্চুরি। গড় ৭১.৬৯ ও স্ট্রাইকরেট ছিল ৯১,৬৪। বিপরীতে সমান ইনিংসে ৮৩৪ রান করেন বিজয়। সমান তিনটি করে শতক ও অর্ধশতক ছিল তার। গড় ৫৯.৫৭ ও স্ট্রাইকরেট ৯৭.৩২।