- খেলা
- টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা!
টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা!

বাধ্যতামূলকভাবে সরিয়ে নিতে হবে টিকটক। আর তার ব্যত্যয় হলেও গুণতে হবে জরিমানা।
টিকটক নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের মন্টানায়। ফলে ওই অঞ্চলের নাগরিকেরা ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহারে অনুমতি হারাবেন। ফলে সেখানকার বাসিন্দারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করতে পারবেন না। মন্টানার গভর্নর টিকটক নিষিদ্ধের চূড়ান্ত আইনে সহমত প্রকাশ করেছেন। আসছে ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হওয়ার কথা।
আইন বলছে, মন্টানার ভূ-সীমানায় অবস্থানরত কেউ টিকটক ব্যবহারের অনুমতি পাবেন না। আইন অমান্য করলে প্রতিদিনের জন্য গুনতে হবে ১০ হাজার ডলার জরিমানা। শুধু জরিমানাতেই নয়, গুগল বা অ্যাপল ব্র্যান্ডকে তাদের অ্যাপ স্টোর থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিতে হবে টিকটক। আর তার ব্যত্যয় হলেও জরিমানা প্রযোজ্য হবে।
মন্টানার এমন সিদ্ধান্তের জবাবে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, মন্টানার লাখ লাখ জনগণকে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হলো। মন্টানার ভেতরে-বাইরে টিকটক ভক্তদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি। টিকটক নিষেধাজ্ঞার আইনকে যথাযথভাবে আদালতে চ্যালেঞ্জ করবে।
ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধে মন্টানার আইনপ্রণেতারা বিল উত্থাপন করেন। আইনটি ৫৪-৪৩ ভোটে পাস হয়।
টিকটিক কর্তৃপক্ষ কখনই এমন অভিযোগ স্বীকার করেনি। ঘটনার প্রবাহে সবশেষ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যদের ব্যবহৃত সব ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস দেশটির বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরতদের স্মার্টফোনে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।
চীনের বাইটড্যান্স হচ্ছে টিকটকের মূল প্রতিষ্ঠান। টিকটকের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য খতিয়ে তা তুলে দেওয়া হচ্ছে চীনকে। যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ বিরোধী। যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের কমিটির সামনে জেরার মুখোমুখি হয়েছেন টিকটক কর্তৃপক্ষ। টিকটক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউকেও কঠিন জেরার সম্মুখীন হতে হয়।
মন্তব্য করুন