
২১-৬ ভোটে জিতে গেল ফুটবল! ব্যাপারটা অন্তত এমনই। এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল দল পাঠানো হবে কিনা? জানতে চেয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কমিটির সব সদস্যের কাছে গোপন ব্যালট পাঠিয়েছিল। সেখানেই চীনের হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পক্ষে ভোট পড়েছে ২১টি। ‘না’ ভোটও পড়েছে ৬টি।
তবে সংখ্যাগরিষ্ঠের ভোট জামালদের পক্ষে যাওয়ায় মেয়েদের ফুটবল দলের পাশাপাশি ছেলেরাও খেলতে যাবে এশিয়ান গেমসে। ছেলেদের ফুটবলের অন্তর্ভুক্তির আগেই অবশ্য বাদ দেওয়া হয়েছে গেমসের নতুন ডিসিপ্লিন ই-স্পোর্টস। পাবজি, ফিফা, স্ট্রিট ফাইটার, ব্যাং ব্যাংয়ের মতো অনলাইন গেমস দিয়ে এবারই প্রথম এশিয়ান গেমসে ই-স্পোর্টস অন্তর্ভুক্ত হয়েছে। তবে এ গেমসের ব্যাপার খুব বেশি ধারণা ও আগ্রহ না থাকায় তাতে অংশ নিচ্ছে না বাংলাদেশ।
‘আসলে বিওএর সর্বশেষ বোর্ড মিটিংয়ে সবার সম্মতিতেই এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া হয়েছিল ছেলেদের ফুটবল। তবে পরবর্তী সময়ে বাফুফে থেকে বিওএতে চিঠি পাঠিয়ে জানানো হয়, গেমসে জাতীয় দল নয়, অনূর্ধ্ব-২৩ দল অংশ নেবে। এর পর যেহেতু অল্প সময়ের মধ্যে আর বোর্ড মিটিং ডাকার সুযোগ ছিল না, তাই ছেলেদের ফুটবল অন্তর্ভুক্ত করার জন্য কমিটির সব সদস্যকে ভোট দিতে বলা হয়। আমার জানা মতে, শুক্রবার সেই ভোটে সংখ্যাগরিষ্ঠ মতামত পড়েছে ছেলেদের ফুটবল গেমসে রাখার জন্য। আর বিওএর সভাপতি আমাদের জানিয়ে দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ মতামত যা হবে, সেটাই চূড়ান্ত। এখন এটা চূড়ান্ত, এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে থাকছে বাংলাদেশ।’ বিওএর সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন এভাবেই পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন সমকালকে।
২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে বাংলাদেশ মোট ১৭টি ডিসিপ্লিনে অংশ নেবে। তবে এর আগে সিশেলসের কাছে বাংলাদেশ জাতীয় দল হেরে যাওয়ায় জামাল ভূঁইয়াদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিওএ কমিটির বেশিরভাগ সদস্যই।
তবে তাঁরা যখন জানতে পারেন গেমসে জাতীয় দল নয়, বয়সভিত্তিক দল খেলতে পারবে এবং ওই দলের একাদশে মাত্র তিনজন সিনিয়র ফুটবলার থাকতে পারবেন, তখন সিদ্ধান্ত বদল করেছে কমিটি। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে গিয়েছিল বাংলাদেশ। সেদিন সে কথা মনে করিয়ে দিয়ে জামাল ভূঁইয়া আক্ষেপ করেছিলেন এবার অংশ নিতে না পারায়। এবার সিদ্ধান্ত বদল হয়েছে শুনে নিশ্চয়ই খুশি হবে তিনি।
মন্তব্য করুন