- খেলা
- নতুন নির্বাচক প্যানেলে কারা, জানাল পিসিবি
নতুন নির্বাচক প্যানেলে কারা, জানাল পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো। ছবি: ফাইল
এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোচ, অধিনায়ক থেকে শুরু করে নির্বাচক প্যানেল নতুন করে সাজাচ্ছে।
মিকি আর্থারকে টিম ডিরেক্টর ঘোষণা করার পর গ্রান্ট ব্রাডবার্নকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাবর আজম অধিনায়ক থাকবেন বলে একপ্রকার নিশ্চিত করা হয়েছে। এবার নির্বাচক প্যানেল চূড়ান্ত করলো পিসিবি।
রোববার এক বিবৃতি দিয়ে দেশটির বোর্ড জানিয়েছে, রশিদ লতিফ পিসিবির নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে হাসান চিমা নির্বাচক কমিটির সেক্রেটারি ও জাতীয় দলের এনালাইসিস ও স্ট্রাটেজি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।
তাদের দু’জনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন টিম ডিরেক্টর মিকি আর্থার ও হেড কোচ ব্রাডবার্ন। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘আমরা দল নির্বাচনে ছোট ছোট সকল ডাটা ব্যবহার করতে চাই। হাসান চিমা এই সেক্টরের বিশেষজ্ঞ।’
পাকিস্তানের চার সদস্যের নতুন নির্বাচক প্যানেলের কাজ দ্রুতই শুরু হবে। বিশ্বকাপ ও এশিয়া কাপ মাথায় রেখে বোলারদের জন্য একটা কন্ডিশনিং ক্যাম্প ডেকেছে পিসিবি। পেসার ও স্পিনাররা ওই ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্পে কাদের ডাকবেন তা নির্ধারণ করার মধ্য দিয়েই শুরু হবে নির্বাচকদের আনুষ্ঠানিক কাজ।
মন্তব্য করুন