এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। পাল্টা দিয়ে পিসিবি বলেছে, তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। 

তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি চান, বিশ্বকাপ খেলতে ভারতে যাক পাকিস্তান। যেখানে ট্রফি জিতে বিসিসিআই’কে কষে চড় মারুক।

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল না পাঠানোর বিষয়ে বিসিসিআই রাজনৈতিক অস্থিরতার কথা বলেছে। পিসিবির নাজাম শেঠিও বলেছেন, সরকার ভারতে দল পাঠানোর অনুমতি দেবে না। 

বিষয়টি নিয়ে শহীদ আফ্রিদি বলেছেন, ‘আমি বুঝি না, পিসিবি কেন ভারতে বিশ্বকাপ খেলতে যাবো না বলে জিদ ধরে বসে আছে। তাদের বিষয়টি সহজ করে ফেলা উচিত, এটা একটি আন্তর্জাতিক ইভেন্ট, বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে সেখান খেলতে যাওয়া উচিত। ছেলেদের বলা উচিত- তোমরা খেলতে যাও, দেশ তোমাদের পিছনে আছে। সেখানে শিরোপা জেতা মানে আমাদের জন্য বড় জয় এবং বিসিসিআই-এর গালে কষে চড় মারা।’ 

সাবেক অলরাউন্ডার আফ্রিদি আরও বলেছেন, ‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেলো এবং শিরোপা জিতে নাও। এটাই নিজেদের উজ্জ্বীবিত করার একমাত্র পথ। আমরা সেখানে যাবো, দেশে ফিরবো বিশ্বকাপ ট্রফি নিয়ে এবং তাদের বার্তা দেব যে, আমরা বিশ্বের যে কোন জায়গায় গিয়ে শিরোপা জিততে পারি।’